বকশীগঞ্জে দ্বিতীয় দিনে আদিবাসী পল্লীতে ব্যারিস্টার সামির সাত্তারের কম্বল বিতরণ

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে শীতবস্ত্র বিতরণের দ্বিতীয় দিনে আদিবাসী পল্লী ও স্থানীয় এলাকার শিশুদের মাঝে নিজ উদ্যোগে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সামির সাত্তার ।

রোববার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের আদিবাসী পল্লীর ১১ টি গ্রামের শিশু, স্থানীয় লাউচাপড়া উচ্চ বিদ্যালয় ও বাট্টাজোর নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের ২৫০ শিক্ষার্থীকে এসব কম্বল বিতরণ করা হয়।

এর আগে ব্যারিস্টার সামির সাত্তার সাধু আন্দ্রে ধর্ম পল্লী পরিদর্শনে গেলে আদিবাসীদের সংস্কৃতির মধ্য দিয়ে তাকে সম্মাননা জানান ধর্ম পল্লীর শিশু শিক্ষার্থীরা।

এসময় আদিবাসী সংস্কৃতির বিভিন্ন গান, নাচ পরিবেশন করা হয় এবং অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।

পরে কম্বল বিতরণকালে বগারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল, সাবেক পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান মন্টু,

বকশীগঞ্জ বিআরডিবির চেয়ারম্যান সাইদুজ্জামান ফুলু, সাধু আন্দ্রে ধর্ম পল্লীর ফাদার শেখর পেরেরা সিএসসি, নবাগত ফাদার রবার্ট নেকরোকা, আদিবাসী নেতা পিটিসন সাংমা,

লাউচাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিজল হক, ব্যবসায়ী খোকন আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন । এর আগে শনিবারও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্বল বিতরণ করেন এই আইনজীবী। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top