বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাইলেন বাবুল তালুকদার

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শাহীনার নৌকা প্রতীক ভোট চাইলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল হোসেন তালুকদার বাবুল।

 মঙ্গলবার দুপুরে নিলক্ষিয়া ইউনিয়নের বাঁশকান্দা গ্রামে কর্মী সমাবেশে তিনি বক্তব্যে শেখ হাসিনার প্রার্থী নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। ওই কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

বাবুুল তালুকদার তার বক্তব্যে বলেন, আমি বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক চেয়েছিলাম। কিন্তু দলের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ছোট বোন শাহীনা বেগমকে মনোনয়ন দেন।

 তাই আমার ক্ষোভ দুঃখ ভুলে শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমি নৌকার পক্ষে কাজ করছি। এসময় তিনি উপস্থিত সকল নেতা কর্মী ও ভোটারদের আগামি ২৮ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীর প্রার্থীকে বিজয় করার জন্য আহবান জানান।

জানা গেছে, বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ইসমাইল হোসেন বাবুল তালুকদার একজন শক্তিশালী প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন চান।

কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে জনপ্রিয় নেতা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল হোসেন

বাবুল তালুকদারকে মনোনয়ন না দিয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমকে মনোনয়ন দেন।


এরপরও সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করা ও ভোট চাওয়ায় তিনি বড় মনের পরিচয় দিয়েছেন বলেও অনেকেই মন্তব্য করেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top