রাজধানীসহ সারাদেশে দেশীয় চিনি বিক্রির বিশেষ উদ্যোগ নেয়া হবে

Seba Hot News
 রাজধানীসহ সারাদেশে দেশীয় চিনি বিক্রির বিশেষ উদ্যোগ নেয়া হবে
সেবা ডেস্ক: - আসন্ন রমজানে ক্রেতা-ভোক্তাদের সুবিধার্থে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দেশীয় চিনি বিক্রির বিশেষ উদ্যোগ নেয়া হবে। চিনির বাজার স্থিতিশীল রাখতে শিল্প মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।

আজ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) উদ্যোগে আয়োজিত এক ‘রোড-শো’ অনুষ্ঠানের উদ্বোধনকালে শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্ এ কথা বলেন।
তিনি বলেন,রাষ্ট্রায়ত্ত চিনিকলে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আখের দামও বাড়ানো হয়েছে। এর ফলে আখ চাষিরা উৎপাদন বাড়াতে উৎসাহিত হচ্ছে।

রোডÑশো রাজধানীর দিলকুশায় অবস্থিত চিনিশিল্প ভবন থেকে শুরু হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

শিল্পসচিবের নেতৃত্বে এতে বিএসএফআইসি’র চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন,শিল্প মন্ত্রণালয় ও বিএসএফআইসি’র কর্মকর্তা,কর্মচারী, চিনি ডিলার, বিক্রয় প্রতিনিধিসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

পরে,‘রোড-শো’ উদ্বোধন উপলক্ষে চিনি শিল্পভবনের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top