বাঁশখালীতে অস্ত্রসহ ৩ যুবক আটক!

S M Ashraful Azom
Banskhali detained three youth with arms

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম): বাঁশখালীর রামদাশ হাট পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আতাউর রহমানের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৮ রাউন্ড কার্তুজ ১টি এলজি অস্ত্রসহ ৩ জনকে আটক করে। ৬ মে রবিবার বিকাল ৫ টার দিকে রামদাশ হাট এলাকায় গাড়ী থেকে নেমে অস্ত্রসহ পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি ৩নং ওয়ার্ডের মৃত আলী মিয়ার পুত্র মো. করিম (২৫) এবং কাথরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাইদরী পাড়া এলাকার আবদুর রশিদের পুত্র নুরুল আলম (২৮) ও ইহছান (২২)।

রামদাশ হাটে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র নিয়ে কিছু যুবক হেটে যাওয়ার খবর পেয়ে পুলিশ তাদের দেহ তল্লাশী করলে ৮ রাউন্ড কার্তুজ ১টি এলজি অস্ত্রসহ ৩ জনকে আটক করতে সক্ষম হয়।
আরও পড়ুন>>বাঁঁশখালীতে স্কুল ছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য!
এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন হিরা বলেন, রামদাশ হাট পুলিশ ফাঁড়ির নেতৃত্বে অস্ত্র ও কার্তুজসহ ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top