আঞ্চলিক ইস্যু দিয়ে সরকারকে ঘায়েলের অপচেষ্টায় বিএনপি

S M Ashraful Azom
The BNP is trying to woo the regional issue

সেবা ডেস্ক: জাতীয় বিভিন্ন ইস্যুতে ব্যর্থ হওয়ায় আঞ্চলিক ইস্যুগুলো নিয়ে মাঠে নেমেছে সরকারের বিরুধী শক্তিগুলো। শক্তিমান চাকমা হত্যা সহ দুই দিনের ব্যবধানে পার্বত্য অঞ্চলের হত্যা কাণ্ড গুলো সরকার বিরোধী ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনী। পাহাড়ের কোন্দলকে হাতিয়ার করে আঞ্চলিক ইস্যু দিয়ে সরকারকে কোনঠাসা করতেই সরকার বিরোধীদের এমন তৎপরতা।

খালেদার মুক্তির দাবিতে বিএনপি আন্দোলন চালিয়ে গেলেও জনসমর্থনের অভাবে আশার আলো দেখেনি তা। সরকারকে বেকায়দায় ফেলতে না পেরে তাই ভিন্নপথ অবলম্বন করে বিএনপি। কোটা প্রথা সংস্কারের আন্দোলনে বিএনপির মদদ দেয়ার সুস্পষ্ট প্রমান পাওয়া যায়। তাতেও সুবিধা করতে না পেরে আঞ্চলিক ইস্যু দিয়ে সরকারকে ঘায়েল করতে চাইছে তারা।


আরও পড়ুন>>বকশীগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে-৬৭ জন
পাহাড়ে কোন্দল রয়েছে, সেই কোন্দলের আগুনে ঘি ঢেলে ফায়দা হাসিল করতে মাঠে নেমেছে বিএনপি। জাতীয় নির্বাচনের আগে তাদের নতুন আরেক খেলা ‘পাহাড়ের অস্থিরতা’। জাতীয় রাজনীতিতে ব্যর্থ হয়ে কোথায় আঞ্চলিক ইস্যু আছে তা চিহ্নিত করছে বিএনপি । সেগুলোকে পুঁজি করে কীভাবে অস্থিরতা সৃষ্টি করা যায় সেই ছকই কষছে তারা।


আরও পড়ুন>>এসএসসি পরীক্ষার ফল খারাপ হওয়ায় পরীক্ষার্থীর আত্মহত্যা
পাহাড়ের পরিস্থিতির দিন দিন উন্নতি হচ্ছে, শান্তিচুক্তির সুফল পেতে শুরু করেছে পাহাড়িরা, ভূমি কমিশন বাস্তবায়ন হতে শুরু করেছে। এসব উন্নতি দেশি-বিদেশি অনেক শক্তি অপছন্দ করছে। আর সামনে নির্বাচন থাকায় দেশীয় শক্তিগুলো তা ভণ্ডুলে মাঠে নামছে। দুয়ে দুয়ে চার মিলে যাওয়ায় অস্থিরতা সৃষ্টি হয়েছে। এরই অংশ হিসেবে পাহাড়ে হত্যাকাণ্ড ঘটেছে।


আরও পড়ুন>>বকশীগঞ্জে একাদশ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের বিশেষ সভা অনুষ্ঠিত
দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তকারীরা সরকারকে কোনঠাসা করে সুফল ভোগ করতে চায়। তদন্ত কমিটি গঠন করে তাদের এ অভিসন্ধিকে নস্যাৎ করে দিতে সচেষ্ট বাংলাদেশ সরকার।




ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top