ডিএসএমএফ গ্রীণ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ডেসটিনির মুক্তির দাবীতে আলোচনা সভা

S M Ashraful Azom

শিব্বির আহমদ রানা, চট্টগ্রাম থেকে: ৪ মে শুক্রবার বিকাল ৩টায় ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ডেসটিনি ২০০০লি. এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এর নিঃশ্বার্ত মুক্তির দাবিতে চট্টগ্রাম মেরিডিয়ান রেস্টুরেন্টে দোয়া মাহ্ফিল ও তথ্য ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় ডিএসএমএফ গ্রীণের আহ্বায়ক মো. আলমগীর হোসেন মনির এর সভাপতিত্বে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মো. শরিফুল ইসলাম গাজী প্রধান অথিতির বক্তব্যে বলেন, "ডেসটিনি ২০০০ লি. আজ ছয়টি কালো দিবস পার করছে। ডেসটিনি ২০০০ লি. এদেশের বেকার ও দক্ষ জনশক্তিকে নিয়ে অর্থনৈতিক মুক্তির জন্যে কাজ শুরু করেছিল।


কিছু কিছু হলুদ মিডিয়া আমাদের কোম্পানীর বিরোদ্ধে অপপ্রচার চালিয়েছিল। যার প্রেক্ষিতে আজ ৪৫ লক্ষ পরিবারে নেমে আসে বেকারত্বের গ্লানি। দূর্বিসহ জিবন-যাপন করছে ডেসটিনি গ্রুফের সংশ্লিষ্ঠ ডিস্ট্রিবিউটর বৃন্দ। যেখানে কোম্পানীর বিরোদ্ধে ডিস্ট্রিবিটরদের কোন অভিযোগ নেই সেখানে কেন কুচক্রিমহলের বিভ্রান্তিকর অভিযোগ। আমরা ডেসটিনি দ্বারা প্রতারিত নয়।
ডেসটিনিতে আমরা ভালো ছিলাম। ডেসটিনিতে ব্যবসা করে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়েছি, যা অনেকের সহ্য হয়নি। আমরা সরকারের অর্থনৈতিক মুক্তির মিছিলে শরীক হয়ে কাজ করতে চাই। আমরা দারিদ্রমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সরকারের আন্তরিক সহযোগীতা চাই। তিনি শিগ্রই ডেসটিনির এমডি আলহাজ্ব মো. রফিকুল আমিন ও চেয়ারম্যান মো. হোসাইন এর নিঃশ্বার্ত মুক্তির দাবী জানান।


চট্টগ্রাম বিভাগীয় ডিএসএমএফ গ্রীণের সদস্য এম এন আবচারের সঞ্চালনায় এ সময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মো. আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সভাপতি, ডিএসএমএফ গ্রীণ। হাফেজ মো. সাখাওয়াত হোসেন মামুন, কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব, ডিএসএমএফ গ্রীণ। 

এসময় চট্টগ্রাম বিভাগের ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণের বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ডেসটিনি ২০০০ লি. এর এমডি ও চেয়ারম্যানের শিগ্রই মুক্তির দাবী জানান।



#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top