ইসলামপুরে বাল্য বিয়েকে ‘না’ বলতে ‘লাল কার্ড’ প্রদর্শন

S M Ashraful Azom
0
ইসলামপুরে বাল্য বিয়েকে ‘না’ বলতে ‘লাল কার্ড’ প্রদর্শন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বাল্য বিয়েকে ‘না’ ‘লাল কার্ড’ প্রদর্শন করা হয়েছে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায়। মঙ্গলবার (অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বাল্য বিয়েকে ‘না’ বলতে ‘লাল কার্ড’ দেখানো হয়।

উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় ‘লাল কার্ড’ প্রদর্শন করে বাল্য বিয়েকে বিদায় জানালেন-১২ ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির কমিটির সভাপতি উপজেলার চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিকরা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ কমিটির বিভিন্ন ক্যাটাগরির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।


⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top