
জামালপুর-২ইসলামপুর ॥ জামালপুরের ইসলামপুুর উপজেলা বিএনপি এখন চরম অস্তিত্ব সংকটে মধ্যে রয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সকল কর্মসুচী বাদ দিয়ে নিজেদের বাঁচাতে গাঁ ঢাকা দিয়েছে দলীয় নেতাকর্মীরা। জানা গেছে,দলীয় কোন্দল , ত্যাগি নেতার অভাব , বাওতাবাজ নেতাদের কারণে চরম সংকটে রয়েছে ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপি। এতে করে তৃণমূল পর্যায়ের ত্যাগী বিএনপি নেতা কর্মীদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু দীর্ঘদিন থেকে ঢাকায় থেকে সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০০৮সালে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে ধানের শীষে নির্বাচন করে আওয়ামী লীগের ফরিদূল হক খানের কাছে পরাজয় বরণ করে গুডবাই বলে ইসলামপুর ত্যাগ করেছিলেন। গুডবাই বলা সাবেক এমপি আবারো ইসলামপুর এসে পুনরায় সভাপতি হয়েছেন।
অন্যদিকে দলের সাধারন সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল এবং পৌর বিএনপির সভাপতি জয়নাল আবেদীন সরকার ২০০১সালে জাতীয় পার্টি থেকে এসে দলের দ্বায়িত্ব ছিনিয়ে নিলে দলে মৌন গুপিং এখনো চলছে।
বর্তমানে কেন্দ্রীয় কোন কর্মসুচী পালন না করে যার যার মতে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত রয়েছ্।ে এতে সাধারন নেতাকর্মী সুবিধাবাদী নেতা বলে আখ্যায়িত করে চরম হতাশায় রয়েছে। একাদিক নেতাকর্মীরা দাবী করছে জাতীয় পার্টির ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতেই তারা বিএনপি তে এসেছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।