
মাদরাসার শিক্ষা সচিব মুহাম্মদ কামাল উদ্দীন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন
বায়তুল ইরফান আদর্শ মাদরাসার প্রতিষ্টাতা পরিচালক কাজী মোহাম্মদ মনছুরুল হক।
সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জলদী বাইঙ্গাপাড়া মখজনুল উলুম মাদরাসার সাবেক মোহতামিম মাওলানা নুরুল হক সাহেব, সিনিয়র শিক্ষক মাওলানা আনোয়ার হোসাইন কদীম, সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা ফজলুল হক কোরাইশী, বাইঙ্গাপাড়া মখজনুল উলুম মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা আব্দুর রহমান বিন আব্দুচ ছোবহান, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা নুরুল হক, শিক্ষানুরাগী মুহাম্মদ হোছাইন সহ বরেণ্য ওলামায়ে কেরাম ও ইসলামিক স্কলারগণ।
এসময় মাদরাসা পরিচালক শিক্ষার্থীদের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ করেন। সন্তোষজনক ফলাফলের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। মাদরাসার এ ধারাবাহিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য তিনি শিক্ষক, অভিভাবকদের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন।
⇘সংবাদদাতা: চট্টগ্রাম প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।