
ঘাটাইল প্রতিনিধি : নিখোঁজের ৭৩ দিন পর শাকিল খান (১৫) নামে এক অটোবাইক চালকের লাশ উদ্ধারের পর তার হত্যাকারীদের ফাসির দাবিতে সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছেন অটোবাইক চালক সংগঠনের নেতা কর্মী ও শাকিলের গ্রামবাসী ।
মিছিলটি শাকিলের নিজ গ্রাম কামারচালা থেকে শুরু হয়ে ১৫কিলোমিটার দুরে এসে ঘাটাইল সদরের বিভিন্ন সড়কে বিক্ষোভ প্রর্দশন করেন। পরে ঘাটাইল উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শাকিলের হত্যাকারীদের ফাসির দাবি করা হয়।
গত রবিবার দুপুর ১টার দিকে মধুপুর থানার অরণ খোলা পাহাড়ের শালবনের ভেতর মাটিতে পুতে রাখা শাকিলের লাশটি ঘাটাইল থানা পুলিশ উদ্ধার করেন। এরপর থেকেই এলাকাবাসী ও শ্রমিকরা বিক্ষুদ্ব হয়ে উঠেন।
এঘটনায় শাকিলের মোবাইলের সুত্র ধরে নলমা এবং পাড়াকুশারিয়া থেকে ৪ জনকে পুলিশ আটক করেন। আটককৃতরা হলেন, নলমা গ্রামের মোতালেবের ছেলে জমির উদ্দিন (৩০),আঃ মজিদের ছেলে আমির আলী (৩০), পাড়াকুশারিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে শাহ আলম (৩৫) ও সিরাজ খানের ছেলে শফিক (২৫)। এদের স্বীকারোক্তি মোতাবেক ঘাটাইল থানা পুলিশ মধুপুর থানার অরণখোলা শালবনের ভেতর থেকে গত রোববার শাকিলের হাড্ডিসার কংকাল মাটির নিচ থেকে উদ্ধার করে নিয়ে আসে। পড়নের গেঞ্জি ও প্যান্ট দেখে পিতা রহিজ খান শাকিলের লাশটি সনাক্ত করেন। উল্লেখ্য, ১০ অক্টোবর বুধবার বিকেল ৪টার সময় অটোবাইক নিয়ে শাকিল প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে অটোবাইকসহ নিখোঁজ হন। ঘাটাইল থানার ওসি (তদন্ত ) এনামুল হক চৌধুরী জানান,আটক ব্যক্তিদের তথ্যমতে শাকিলের লাশ এবং অটোবাইকটি জামালপুর জেলা সদর থেকে উদ্ধার করা হয়।
⇘সংবাদদাতা: ঘাটাইল প্রতিনিধি
গত রবিবার দুপুর ১টার দিকে মধুপুর থানার অরণ খোলা পাহাড়ের শালবনের ভেতর মাটিতে পুতে রাখা শাকিলের লাশটি ঘাটাইল থানা পুলিশ উদ্ধার করেন। এরপর থেকেই এলাকাবাসী ও শ্রমিকরা বিক্ষুদ্ব হয়ে উঠেন।
এঘটনায় শাকিলের মোবাইলের সুত্র ধরে নলমা এবং পাড়াকুশারিয়া থেকে ৪ জনকে পুলিশ আটক করেন। আটককৃতরা হলেন, নলমা গ্রামের মোতালেবের ছেলে জমির উদ্দিন (৩০),আঃ মজিদের ছেলে আমির আলী (৩০), পাড়াকুশারিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে শাহ আলম (৩৫) ও সিরাজ খানের ছেলে শফিক (২৫)। এদের স্বীকারোক্তি মোতাবেক ঘাটাইল থানা পুলিশ মধুপুর থানার অরণখোলা শালবনের ভেতর থেকে গত রোববার শাকিলের হাড্ডিসার কংকাল মাটির নিচ থেকে উদ্ধার করে নিয়ে আসে। পড়নের গেঞ্জি ও প্যান্ট দেখে পিতা রহিজ খান শাকিলের লাশটি সনাক্ত করেন। উল্লেখ্য, ১০ অক্টোবর বুধবার বিকেল ৪টার সময় অটোবাইক নিয়ে শাকিল প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে অটোবাইকসহ নিখোঁজ হন। ঘাটাইল থানার ওসি (তদন্ত ) এনামুল হক চৌধুরী জানান,আটক ব্যক্তিদের তথ্যমতে শাকিলের লাশ এবং অটোবাইকটি জামালপুর জেলা সদর থেকে উদ্ধার করা হয়।
⇘সংবাদদাতা: ঘাটাইল প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।