
মনির হোসেন, কালিহাতী প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৩ টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে নৌকার প্রার্থী আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।
নির্বাচনী এলাকায় চলছে তার ব্যাপক প্রচার-প্রচারনা,মিটিং মিছিল ও সভা-সমাবেশ। সাধারন ভোটারদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি।
এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তবে তিনি নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী হয়েছেন সম্প্রতি আওয়ামীলীগ থেকে পদত্যাগ করা ইঞ্জিনিয়ার লিয়াকত আলী।
এ আসনের ঐক্য ফ্রন্টের প্রার্থীর পক্ষে জোরালো অবস্থান নেয়নি বিএনপি’র সিংহভাগ নেতাকর্মীরা। তবে তিনি গণসংযোগ করে যাচ্ছেন। এদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নৌকার প্রার্থী আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী প্রচার-প্রচারনা,মিটিং মিছিল ও সভা সমাবেশ করে জনপ্রিয়তায় শীর্ষে হয়ে ওঠেছেন।
⇘সংবাদদাতা: মনির হোসেন
⇘সংবাদদাতা: মনির হোসেন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।