
তিনি সোমবার দিনভর চরপুটিমারি ইউনিয়নের ডি-বালিয়ামাড়ি, ডিগ্রীরচর, বেনুয়ারচর, চিনারচরসহ বিভিন্ন এলাকার গণসংযোগ ও পথসভা করেছেন করেন। পরে বিকালে নোয়ার পাড়া ইউনিয়নে রামভদ্রা এলাকায় ও রাতে উলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভা করেন। এসময় তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে প্রচার পত্র বিতরণ করেন।
পথসভায় বঙ্গবন্ধুর আদর্শে এবং শেখ হাসিনা’র উন্নয়নে অনুপ্রাণিত হয়ে উপজেলা বিএনপির ত্রান বিষয়ক সম্পাদক ওয়ারেছ আলী সহ বিএনপি থেকে প্রায় ২ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন। উপস্থিত জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ গলায় মালা পড়িয়ে তাদেরকে বরণ করেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিয়াউল হক জিয়া,উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বারী মন্ডল, সা.সম্পাদক এডভোকেট আঃ সালাম,কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ছাবিনা ইয়াছমিন, উপজেলা আ'লীগ সহ সভাপতি শাহজাহান সরকার,শফিকুল আলম দুলাল, ইউনিয়ন যুবলীগের সাবেক সা.সম্পাদক রেজাউল করিম,সভাপতি সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় এ সময় উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।