পৌর কাউন্সিলর বাবলা দাশের নেতৃত্বে নৌকার সমর্থনে বিশাল গণসংযোগ

S M Ashraful Azom
0
পৌর কাউন্সিলর বাবলা দাশের নেতৃত্বে নৌকার সমর্থনে বিশাল গণসংযোগ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর, যুবলীগ নেতা বাবলা কুমার দাশ এর নেতৃত্বে নৌকার সমর্থনে বিশাল গণসংযোগ ও সমাবেশ সম্পন্ন হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবলীগ নেতা, পৌর কাউন্সিলর বাবলা কুমার দাশ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ, স্থানীয় জনগণসহ অঙ্গ সংঘটনকে সাথে নিয়ে নৌকার সমর্থনে নির্বাচনী মিটিং মিছিলের প্রচার প্রচারণা ও সভা করে ব্যাস্ত সময় পার করছেন। এরই ধারাবাহিতায় ২৫ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩ টার সময় উপজেলার মহাজন পাড়া হরি মন্দির, ঋষিধাম মহাজন পাড়া, ভিলিজার পাড়া সহ ৮নং ওয়ার্ডের বেশ কয়েকটি জায়গায় নৌকার সমর্থনে বিশাল জনসভা ও গণমিছিল করেন। মিছিলটি পৌরসভাস্থ প্রধানসড়কে র্যালীর মধ্য দিয়ে সমাপ্ত করেন।

নৌকা মার্কায় ভোট দিয়ে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামীলীগ তথা মহজোট সমর্থিত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অভ্যাহত রাখার লক্ষ্যে বাবলা কুমার দাশ এসময় সভায় উপস্থিত নেতাকর্মী, যুবসমাজ ও স্থানীয় জনতাকে আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন, প্রবীর কুমার দাশ রাখাল, সনেট দাশ, ছোটন দাশ, বিশ্বজিৎ দাশ, পরিমল দেব, প্রদীপ দাশ, রাজীব দাশ, রাখাল দাশ, নান্টু দাশ, আহমদ হোসাইন, সাজু দাশ, বলরাম দাশ, জয় দাশ, রুবেল দাশ, মো. আলমগীর, মো. বাবুল, সোনারাম দেব সহ প্রমূখ।
⇘সংবাদদাতা: শিব্বির আহমদ রানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top