![]() |
| সরিষাবাড়ীতে নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের এমপি প্রার্থীর সম্মিলিত শিক্ষক সমাবেশ |
সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগের এমপি প্রার্থী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মুরাদ হাসান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার দুপুরে আরডিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্মিলিত শিক্ষক সমাবেশে এ মতবিনিময় করা হয়। ডা. মুরাদ হাসান এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সময় ৭৩টি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা নৌকা প্রতীকের পক্ষে শপথ নেন। শিক্ষকরা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জাতীয় করণের দাবি নিয়ে পুণরায় আওয়ামী লীগকে বিজয়ী করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ হারুন-উর-রশীদ, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান এলিন, পৌর মেয়র রুকুজ্জামান রোকন, সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান ডিপটি, দৌলতপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. আব্দুল খালেক।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও আরডিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান বাসেত।
এমপি প্রার্থী ডা. মুরাদ হাসান বলেন, ‘আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগোপযোগী কর্মসূচি বাস্তবায়ন করছেন, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাসহ সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন, অনেক এলাকায় শিক্ষা প্রতিষ্ঠাণ সরকারিকরণ করা হচ্ছে। পুণরায় আওয়ামী লীগ সরকার গঠন করলে দেশের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি বিশ্বের যে কোনো উন্নত দেশগুলোর সাথে তুলনা করার মতো হবে।’
সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ হারুন-উর-রশীদ, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান এলিন, পৌর মেয়র রুকুজ্জামান রোকন, সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান ডিপটি, দৌলতপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. আব্দুল খালেক।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও আরডিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান বাসেত।
এমপি প্রার্থী ডা. মুরাদ হাসান বলেন, ‘আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগোপযোগী কর্মসূচি বাস্তবায়ন করছেন, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাসহ সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন, অনেক এলাকায় শিক্ষা প্রতিষ্ঠাণ সরকারিকরণ করা হচ্ছে। পুণরায় আওয়ামী লীগ সরকার গঠন করলে দেশের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি বিশ্বের যে কোনো উন্নত দেশগুলোর সাথে তুলনা করার মতো হবে।’
তিনি আরো বলেন, ‘নবম জাতীয় সংসদে আমি এমপি হয়ে এলাকার উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছি। পুণরায় এমপি নির্বাচিত হলে এ উপজেলার চেহারা পাল্টে যাবে বলে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মুক্তিযুদ্ধ ও উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে পুণরায় বিজয়ী করতে হবে।’
⇘সংবাদদাতা: সরিষাবাড়ী প্রতিনিধি
⇘সংবাদদাতা: সরিষাবাড়ী প্রতিনিধি


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।