সরিষাবাড়ীতে ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন, লাঘব হবে চরবাসীর দুঃখ

S M Ashraful Azom
0
সরিষাবাড়ীতে ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন, লাঘব হবে চরবাসীর দুঃখ

সরিষাবাড়ি প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আওতায় ৩২ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে ৪০ ফুট দৈর্ঘ্যরে ব্রিজ নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার দুপুরে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী এ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ন কবির, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন প্রমুখ। 

ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন জানান, এ ব্রিজটি নির্মাণের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। এ ব্রিজ নির্মাণ সম্পন্ন হলে পোগলদিঘা ইউনিয়নের বিন্যাফৈর ও মালিপাড়াসহ চরাঞ্চলের কয়েক হাজার মানুষের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে। তাই স্থানীয়রা এখন সন্তোষ।
⇘সংবাদদাতা: সরিষাবাড়ি প্রতিনিধি

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top