প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণাকে ঘিরে উৎফুল্ল টাঙ্গাইল বাসি

S M Ashraful Azom
0
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণাকে ঘিরে উৎফুল্ল টাঙ্গাইল বাসি

টাঙ্গাইল প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণাকে ঘিরে প্রবল উৎসাহ, উদ্দীপনার পাশাপাশি উৎফুল্ল মানসিকতায় রয়েছেন টাঙ্গাইলবাসি। 

দেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নেয়াসহ মধ্যম আয়ের দেশ পরিনত করা স্বপ্নদ্রষ্টা মহাজোট সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দফায় স্থান নির্ধারণেই এ জেলাবাসির প্রতি তাঁর সুদৃষ্টির প্রকাশ পাওয়া অরাজনৈতিকসহ সাধারণ মানুষের মধ্যে এ উৎফুল্লতা লক্ষ্যনীয় হয়ে উঠেছে। 

এ প্রচারণামূলক পদক্ষেপ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাফল্যের একটি উল্লেখযোগ্য কারণ বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক, সচেতন সমাজসহ দলটির নৌকা মনোনীত প্রার্থী, নেতাকর্মী ও সমর্থকরা। এছাড়াও আসন্ন নির্বাচন জেলাবাসির ভাগ্য পরিবর্তনের একটি ক্ষেত্র তৈরি করেছে বলেও মন্তব্য এ জেলার গুণীজনদের। 

আগামী ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন ‘সুধাসদন’ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইল-৫ (সদর) আসনের পৌরশহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন সোমবার আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট জেলার এ সব কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগ নেতারা এবং নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন বলেও জানানো হয়। 

এ তথ্য বিভিন্ন গণমাধ্যমের প্রচার পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে এ আকাঙ্খা হয়ে দেখা দিয়েছে।

⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top