
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের সানবাড়ি এলাকায় চারভাই ও তাদের লোকজনদের টেটাযুদ্ধে বাদল মিয়া নামের এক ভাই নিহত হয়েছেন। এ যুদ্ধে টেটাবৃদ্ধ হয়ে আহত হন আরো ছয়জন।
বুধবার সকালে ঘটনাটি ঘটে। নিহত বাদল সানবাড়ি এলাকার মইনা মিয়ার ছেলে। এ যুদ্ধে আহতরা হলেন, উপজেলার ঘটনাস্থল তেরিয়া গোনা গ্রামের আয়নাল হক আনু, দয়াল মিয়া, সমেজ, সুরুজ আলী, মনির উদ্দিন ও ইব্রাহিম ।
এ প্রসঙ্গে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, তারা মিয়া ও আনু মিয়ার মধ্যে জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে সম্প্রতি ঝগড়া হয়। এ ঝগড়া নিরসনে বুধবার সকালে শালিশী বৈঠকের আয়োজন করা হয়। শালিশী বৈঠক চলাকালে হঠাৎ করে তারা মিয়া ও আনু মিয়ার সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে অপর দুই ভাইও ঝগড়া শুরু করেন। পরে চারভাই ও তাদের পরিবারের লোকজন টেটাযুদ্ধে জড়িয়ে পড়েন। এতে টেটাবৃদ্ধ হয়ে ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে বাদল মিয়া নামের এক ভাই নিহত হন। বাকি ভাইদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।
⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।