রৌমারীতে মেধাবী শিক্ষার্থী ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ বিতরণ

S M Ashraful Azom
0
রৌমারীতে মেধাবী শিক্ষার্থী ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ বিতরণ
রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে মেধাবী শিক্ষার্থী ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক দুঃস্থ মেধাবী শিক্ষার্থী ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২৬জনকে মোট ৬০হাজার টাকা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের ৩০ জনের মধ্যে ১লাখ ৫০হাজার টাকা প্রদান করা হয়।

অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দ্বীপঙ্কর রায়, রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হোরায়রা, উপজেলা সামজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপার ভাইজার আব্দুল্লাহেল কাফী, ইউনিয়ন সামজকর্মী মো. সাজেদুল ইসলাম ও মো. আব্দুল মান্নান প্রমূখ।

মেধাবী শিক্ষার্থী মো. মেজবাহউল ইসলাম, মো. মামন মিয়া, মো. ফেরদৌস আহমেদ, মোছা.রুনা লায়লা মোছা. সিরাজুম রুবি ও নদীভাঙ্গনের ক্ষতিগ্রস্থদের মধ্যে মো. নিশান আলী, মো. আব্দুল করিম, সাবেদ আলী বলেন, বর্তমান সরকারের দেয়া অর্থ পেয়ে এই সময়ে আমাদের জন্য খুবই উপকারে আসবে।


⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top