
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন সরকার কে আজ ১৬ জানুয়ারী বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শহিদুল ইসলাম বাদশার সভাপতিত্বে বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সি, ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাংবাদিক আশরাফুল ইসলামসহ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনার পরির্দশক দিপায়ন রঞ্জন দাস। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় শেষে অতিথিবৃন্দ বিদায়ী কর্মকর্তার হাতে ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন।
⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।