ধুনটে দেশের দ্বিতীয় ইজতেমা বৃহস্পতিবার শুরু

S M Ashraful Azom
0
 ধুনটে দেশের দ্বিতীয় ইজতেমা বৃহস্পতিবার শুরু
ধুনট প্রতিনিধি: বৃহস্পতিবার থেকে বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে তিন দিনব্যাপী ৪১ তম দেশের দ্বিতীয় বিশ্ব ইজতেমা। দিল্লীর নিজাম উদ্দিনের মূল ধারার তাবলীগ জামায়াতের অনুসারীদের আয়োজনে এ ইজতেমা বৃহস্পতিবার ফজরের নামাজ আদায়ের পর উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে শুরু হবে।

ইজতেমা আয়োজক কমিটির সূরার সাথী শামছুল হক সরকার বলেন, স্বাধীণতার পর থেকে দেশে ২টি ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে টঙ্গির বিশ্ব ইজতেমা এবং সরুগ্রামের ইজতেমা। তবে এই ইজতেমা অনুষ্ঠিত হয় টঙ্গির ইজতেমার কমপক্ষে এক মাস আগে। তারই ধারাবাহিকতায় এবারও মুসল্লিরা দুইদিন থেকেই ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। লক্ষাধীক মুসুল্লির অবস্থানের লক্ষে দীর্ঘ শামিয়ানা, পান্ডেল চট দিয়ে ছাউনি দেওয়া হয়েছে পুরো ইজতেমা ময়দানে।

মুসল্লিদের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য রয়েছে পর্যান্ত পানি সরবরাহ, ওজুখানা ও আলাদা আলাদা অস্থায়ী বাথরুমের ব্যবস্থা। ০৭ দিন যাবৎ শতাধিক মুসুল্লি সেচ্ছাশ্রমে ইজতেমা ময়দান তৈরী ও ব্যবস্থাপনায় কাজ করেছেন। ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তার জন্য আইন-শৃংখলা বাহিনীর সাথে শতাধীক সাথী (স্বেচ্ছা সেবক) সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন।

ঢাকার টঙ্গিতে বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে এবং দ্বীনি দাওয়াতে তাবলিগের কাজের জন্য এই ইজতেমা থেকে ২৫-৩০টি জামায়াত নগদে চিল্লায় বের হবেন। ইজতেমায় দেশ-বিদেশের মুরব্বীরা প্রতি ওয়াক্তে নামাজ শেষে বিশ্বব্যাপী দিন ইসলাম প্রতিষ্ঠা নবী রাসূলের তরিকা ও আল্লাহর ইবাদত বন্দেগীসহ ধর্মীয় বিষয়াদী নিয়ে বয়ান পেশ করবেন। ইতিমধ্যেই ইন্দোনেশিয়া ও মালয়েমিয়ার বিদেশী জামায়াত ইজতেমা ময়দানের আশেপাশের মসজিদগুলোতে অবস্থান করছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, শন্তিপূর্ণ পরিবেশে ইজতেমা অনুষ্ঠানের লক্ষে ময়দানে কঠোর নজরদারী রাখা হয়েছে। এছাড়া বিদেশী মুসুল্লিদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আগামী ১৯ জানুয়ারী (শনিবার) আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।


⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top