দেশের প্রত্যেক জেলায় গৃহ নির্মান করে দেওয়া হবে-ত্রাণ প্রতিমন্ত্রী

S M Ashraful Azom
0
দেশের প্রত্যেক জেলায় গৃহ নির্মান করে দেওয়া হবে-ত্রাণ প্রতিমন্ত্রী
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী দেশে কেউ আর গৃহহীন থাকবেনা । সেই নির্বাচনী ইস্তেহারের প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকল্প গ্রহণ করেছে চলতি বছরের জুন মাসের মধ্যে প্রত্যেকটি জেলায় গৃহহীনদের ৫০০ টি করে গৃহ নির্মান করে দেওয়া হবে।

বুধবার দুপুরে  ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে ঠাকুরগাঁও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন প্রত্যেক জেলায় ৫ শ’ করে হলে ৬৪ টি জেলায় মোট ৩২ হাজার ঘর নির্মান করা হবে এবং এই জুনের পরে জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে আরও ৫০০ টি করে ঘর নির্মান করা হবে। অর্থাৎ এক বছরের মধ্যে প্রত্যেকটি জেলায় ১ হাজার করে সারা দেশে মোট ৬৪ হাজার ঘর নির্মান করা হবে। যেন বন্যা হলে এই ঘর গুলো বন্যায় প্লাবিত না হয় সে জন্য  ঘরের ভিত্তি গুলো ১৯৮৮সালের সর্বোচ্চ ফ্লাড লেভেল ধরে এগুলি নির্মান করা হবে।

এই ঘর গুলো কারা পাবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা একটি ইনোভেটিভ প্রকল্প। এটাতে ত্রাণ মন্ত্রণালয়ের টিআরের টাকা আছে এখান থেকে আমরা প্রথমে ২০৮ কোটি পরে ১০৮ কোটি মোট ৩১৬ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছি যাদের এক বা অর্ধশতাংশ জায়গা আছে, সেখানে যারা কুঁড়ে ঘর বা বাসের ঘর করে, টিনের ঘর করে কোন রকমে আছে, যারা ফ্লাড লেভেলের নিচে আছে, যাদের বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়ার ঝুঁকি আছে তারা এই ঘরগুলো পাবে।

জেলা প্রশাসক ঠাকুরগাঁও ড. কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মো: শাহ্ কামাল, (অতিরিক্ত সচিব) মহা পরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আবু সৈয়দ মোহাম্মদ হাসিম প্রমুখ।

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খোচাবাড়ি এলাকায় গিয়ে দুঃস্থ ও শীতার্তদের মাঝে তিন হাজার কম্বল বিতরণ করেন।


⇘সংবাদদাতা: হাসান বাপ্পি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top