
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা শহরতলির খোলাহাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম কোমরনই শহর রক্ষা বাঁধ ঘেষে ঘাঘট নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে প্রভাবশালী মহল। এসব মাটি কাকড়ায় ভরে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ফলে আসন্ন বন্যায় এবার বাঁধটি হুমখির মুখে পড়বে বলে আশংকা করছেন এলাকাবাসি। বিষয়টি প্রশাসন দেখেও না দেখার ভান করছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, শহরতলির খোলাহাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম কোমরনই শহর রক্ষা বাঁধ সংলগ্ন নদী থেকে দীর্ঘদিন ধরে এক শ্রেণির প্রভাবশালী মাটি কেটে কাঁকড়ায় ভরে শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করছে। কাঁকড়া অবাধ চলাচল করায় রাস্তা-ঘাটের মারাত্মক ক্ষতি হচ্ছে। এমনকি বাঁধ কেটে কাঁকড়া চলাচল করার জন্য রাস্তা তৈরী করে দেয়া হয়েছে। ফলে বাঁধ দিয়ে পথচারিরা ধুলাবালির জন্য চলাচল করতে পারছে না।
এবিষয়ে এলাকাবাসী জানান, প্রভাবশালী ওই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এভাবে বাঁধ ঘেঁষে নদী থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করে দেদারছে ব্যবসা চালিয়ে আসছে। ফলে আসন্ন বর্ষা মৌসুমে শহর রক্ষা বাঁধ ভেঙ্গে যাওয়ার আশংকা রয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে এলাকাবাসীর কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক কাঁকড়ার ড্রাইভার জানায়, প্রশাসনকে ম্যানেজ করেই এই মাটি কাটা হচ্ছে। এতে কারো কিছু বলার নেই।
এব্যাপারে খোলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান শেখ সামাদ আজাদের সাথে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।