রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি

S M Ashraful Azom
0
রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি
গাইবান্ধা প্রতিনিধি : রংপুর রেঞ্জের মাসিক অপরাধ ও আইন -শৃংখলা পর্যালোচনা সভায় রেঞ্জের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া এমবিএ (আইবিএ)।

১৫ জানুয়ারি মঙ্গলবার সকালে রংপুর রেঞ্জ (৮ জেলার) ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের ২০১৮ সালের ডিসেম্বর মাসের "মাসিক অপরাধ ও আইন-শৃংখলা পর্যালোচনা সভায়" রেঞ্জের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে রেঞ্জ ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য শ্রেষ্ঠ পুলিশ সুপার ও অফিসারদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

৮ জেলার মধ্যে গাইবান্ধা জেলা পুলিশ-ই মোট ৯টির মধ্যে ৫টি পুরষ্কার অর্জন করে। এর মধ্যে রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসাবে গাইবান্ধার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আব্দুল মান্নান মিয়া নির্বাচিত হয়েছেন ৷

এছাডা ৪র্থ বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান, শ্রেষ্ঠ এসআই ও মাদক চোরাচালান মালামাল উদ্ধারকারী অফিসার হিসাবে গোবিন্দগঞ্জ থানার এসআই মমিরুল হক , শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার হিসাবে সাদুল্যাপুর থানার মোর্শেদুল আলম ও শ্রেষ্ঠ এএসআই হিসেবে গোবিন্দগঞ্জ থানার এএসআই শওকত আলম সিদ্দিকী ৮ম বারের মত পুরস্কৃত হন।
রংপুর রেঞ্জের ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ মজিদ আলী, বিপিএম(অপরাধ ও প্রশাসন),গাইবান্ধা জেলার পুলিশ সুপার প্রকৌশলী জনাব মোঃ আবদুল মান্নান, এমবিএ (আইবিএ) সহ ৮ জেলার সকল পুলিশ সুপারগন উপস্হিত ছিলেন।


⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top