
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় আড়াইমাস ধরে দোকান কর্মচারির চুরি করা ১৪৬ টি স্মার্ট টিভির মধ্যে পুলিশ ৩২টি টিভি উদ্ধার করেছে। আর এই ঘটনাটি জানতে পেরে থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার এবং ৩২টি টিভি উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে বগুড়া শহরের মেরিনা কমপ্লেক্স মার্কেটে।
বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, বগুড়া শহরের মেরিনা কমপ্লেক্সের রাজ্জাক ইলেট্রনিক্সের দোকানের গোডাউনে থাকা বেশ কিছু স্মার্ট টিভির মধ্যে ১৪৬ টিভি ও অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী চুরি হয়। প্রায় আড়াই মাস ধরে মার্কেট মালিকের কর্মচারি সোহেলসহ কয়েকজন মিলে একটি একটি করে এই টিভিগুলো চুরি করে। বিষয়টি ব্যবসায়ি আব্দুর রাজ্জাক বুঝতে পেরে সোমবার রাতে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে।
মামলা দায়েরের পর জেলা সদরের নুনগোলা দাড়িয়াল গ্রামের রুহুল আমীন ও মোঃ বিপুল এর বাড়ি থেকে ৩২টি স্মার্ট টিভি উদ্ধার করে এবং দুই জনকে গ্রেফতার করে।
মামলার প্রধান আসামী মার্কেট কর্মচারি সোহেল পলাতক রয়েছে। অন্যান্য চুরি হওয়া পণ্য উদ্ধারে অভিযান চলছে। উদ্ধার হওয়া টিভির আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।