জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার উদ্যোগে আগামী ২৬ জানুয়ারী, শনিবার বিকাল ৩টায় সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার ৫টি আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গণের গণ সংবর্ধণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির অন্যতম সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব মো. রেজাউল করিম হীরা, সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।