
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নবনির্বাচিত সাংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল সপথ গ্রহনের পর নির্বাচনী এলাকায় প্রথম আগমন উপলক্ষ্যে বেলকুচি উপজেলা আ'লীগ কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে দলের সভাপতি আলহাজ একেএম ইউসফজী খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাংসদ আব্দুল মমিন মন্ডল।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সম্পাদক ফজলুল হক সরকার, সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা প্রশূখ। এর আগে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছো জানান দলের স্থানীয় নেতাকর্মীরা।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।