
গাইবান্ধা প্রতিনিধি : দেশে প্রতিবন্ধীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদান করছে সরকার।প্রতিবন্ধিদের কথা বিবেচনা করে সরকার দেশে প্রতিবন্ধী ভাতা চালু করেছে। প্রতিবন্ধিরা বোঝা নয় তারা বিশেষ মেধা সম্পূর্ণ মানুষ।
১৫ জানুয়ারী মঙ্গলবার সকালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার প্রতিবন্ধী সেবা সংস্থা( প্রসেস) এর আয়োজনে আল আরাফা ইসলামী ব্যাংকের সহায়তায় শীতবস্ত্র কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন এসব কথা বলেন।
এসময় তিনি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাময়া ওয়াজেদ পুতুলের অবদানের কথা তুলে ধরেন।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার প্রতিবন্ধী সেবা সংস্থা( প্রসেস) এর প্রতিষ্ঠাতা পরিচালক জাকারিয়া মাসুদ জলিলের নেতৃত্বে ও উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন,সহকারী কমিশনার ভুমি আরিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সি, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর আকতার বানু শিফন,সমাজসেবা অফিসার আরিফুর রহমান ছাড়াও নানা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও শেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।