
সেবা ডেস্ক: বহুকাল ধরে চলে আসা পারিবারিক ব্যবসার সফল প্রসারের ধারাবাহিকতা এখন বিশ্বের বিভিন্নদেশেও হচ্ছে। তালিকায় নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ। গত বছর প্রবৃদ্ধির বৈশ্বিক গড় ছিল ৩৪শতাংশ, যেখানে বাংলাদেশের ছিল ৫৩ শতাংশ। তবে, এবার বাংলাদেশের পারিবারিক ব্যবসায়েরপ্রবৃদ্ধি বৈশ্বিক গড়ের চেয়েও ভালো অবস্থানে রয়েছে।
বিশ্বজুড়েই পারিবারিক ব্যবসায়ের চ্যালেঞ্জ বেশি। বাংলাদেশে এই চ্যালেঞ্জের পরিমাণ আরওবেশি। দেশের পারিবারিক ব্যবসায় পাঁচটি বড় চ্যালেঞ্জের মধ্যে রয়েছে, এগুলো হচ্ছে - দক্ষতারপ্রশ্ন, উদ্ভাবন সক্ষমতা, অভ্যন্তরীণ প্রতিযোগিতা, জ্বালানি ও কাঁচামালের দাম এবং তথ্যব্যবস্থাপনা। বিশ্বখ্যাত পরামর্শক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউস কুপার্স (পিডব্লিউসি)-এর ‘বৈশ্বিকপারিবারিক ব্যবসায় জরিপ ২০১৮’ প্রতিবেদনে এসব কথা উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পারিবারিক ব্যবসায়ের চ্যালেঞ্জগুলো বৈশ্বিক চ্যালেঞ্জেরচেয়েও বেশি। দক্ষতার প্রশ্নে বৈশ্বিক চ্যালেঞ্জ যেখানে ৬০ শতাংশ, বাংলাদেশে তা ৬৬ শতাংশ।তবে উদ্ভাবনী সক্ষমতায় বৈশ্বিকের ৬৬ শতাংশের চেয়ে বাংলাদেশে চ্যালেঞ্জ একটু কম (৬৩শতাংশ)। এছাড়া অভ্যন্তরীণ প্রতিযোগিতায় বৈশ্বিক চ্যালেঞ্জ ৪৯ শতাংশের চেয়ে বাংলাদেশে ১৪শতাংশ বেশি। সবচেয়ে খারাপ অবস্থা জ্বালানি ও কাঁচামালের দামে। আবার, তথ্য ব্যবস্থাপনায়বৈশ্বিক চ্যালেঞ্জ যেখানে ৩৯ শতাংশ, বাংলাদেশে তা ৫৩ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে পারিবারিক ব্যবসায়ের পুঁজির উৎস বহুমাত্রিক হলেও ব্যাংক ঋণইহচ্ছে প্রধান উৎস। শেয়ারবাজার এবং ভেনচার ক্যাপিটাল-ও পুঁজির উৎস হিসেবে রয়েছে, তবেসেগুলো ব্যাংকের চেয়ে অনেক কম। দেশের পারিবারিক ব্যবসায়ে ব্যাংক ঋণ ৯৪ শতাংশ, এ ব্যাপারে বৈশ্বিক হার ৮১ শতাংশ। আবার অভ্যন্তরীণ উৎস থেকে পুঁজি নিয়ে বাংলাদেশে ব্যবসাকরে ৬৩ শতাংশ, বৈশ্বিক গড় যেখানে ৭১ শতাংশ। আর বাংলাদেশে ৭৫ শতাংশ পারিবারিকব্যবসায়ে পরিবারের বাইরের দক্ষ লোকদের নিয়োগ দেয়া হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পারিবারিক ব্যবসায়ীদের দীর্ঘ ও মধ্যমেয়াদী পরিকল্পনাকম। বৈশ্বিক হার ৪৯ শতাংশের পরিপ্রেক্ষিতে মাত্র ৩৪ শতাংশ পারিবারিক ব্যবসায়ীর দীর্ঘ ওমধ্যমেয়াদী পরিকল্পনা রয়েছে। বিভিন্ন কারণে ব্যবসায় তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীর দরকারপড়ে। এদিক থেকে বাংলাদেশের হার ৯ শতাংশ, যেখানে বৈশ্বিক হার ২৪ শতাংশ। ৬৩ শতাংশব্যবসায়ীর দাবি পারিবারিক ব্যবসায়ের বিরোধ নিষ্পত্তি করে তারা নিজেরাই মিটিয়ে ফেলেন। আর৬ শতাংশ দাবি হচ্ছে, বিরোধ নিষ্পত্তিতে তাঁরা অন্যদের হস্তক্ষেপ নেন।
বিশ্বজুড়েই উত্তরাধিকার-এর বিষয়টি একটি বড় চ্যালেঞ্জ, যা বাংলাদেশের ক্ষেত্রে বেশভালোভাবেই প্রযোজ্য। পরবর্তী প্রজন্মই ব্যবসায়ের উত্তরাধিকার হবে, বৈশ্বিক হার এ ব্যাপারে ৩৭শতাংশ এবং বাংলাদেশে এ হার ৯১ শতাংশ। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পারিবারিকব্যবসায়ের পর্ষদের ২৫ শতাংশ নারী রয়েছেন। অথচ, বিশ্বে এর হার আরও কম, (২১ শতাংশ)।
দেশে মাত্র ১৪ শতাংশ নারী রয়েছেন পারিবারিক ব্যবসায়ের ব্যবস্থাপনায়, যার হার বিশ্বে ২৪শতাংশ। তবে ব্যবসার উন্নয়নের জন্য ব্যক্তি নির্ভরশীলতা কমিয়ে এদেশের পারিবারিক ব্যবসাপদ্ধতি আরও দৃঢ় ও শক্তিশালী হওয়া প্রয়োজন বলে মনে করেন পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িতসংশ্লিষ্টরা।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।