
জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরের মেলান্দহের মাহমুদপুর বাজারে অগ্নিকান্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার যমুনা মার্কেটে ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে আহত রাশেদ মিয়া (৪৫)কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৫ কোটি টাকা।
জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক প্রাণনাথ সাহা জানান-মেলান্দহ-মাদারগঞ্জ ও জামালপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। যমুনা মার্কেটের শফিক আহমেদের সাদিয়া ন্টারপ্রাইজের সার ও কীটনাশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
মাহমুদপুর পুলিশ তদন্দ কেন্দ্রের উপ পরিদর্শক মো. আবুল কাশেম জানান, অগ্নিকান্ডে ১টি টিনের দোকান, ২টি সার-কীটনাশকের দোকান, ১টি পাট গুদাম, ১টি ধানের গুদাম, ১টি ডেকোরেটরসহ ১০টি দোকান সম্পূর্ণরুপে ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে রাত ১টার দিকে ইউএনও তামিম আল ইয়ামীন অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।