
তাজুল ইসলাম, সারিয়াকান্দি প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাহাদারা মান্নান মিলনায়তন সভাকক্ষে উপজেলা আ.লীগের সভাপতি ও বগুড়া জেলা পরিষদ সদস্য সাহাদারা মান্নানের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সাংসদ ও কৃষিবিদ আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু প্রমুখ।
এসময় আ.লীগ মোননীত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মুহাম্মাদ মুনজিল আলী সরকার, ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি আইয়ুব তরফদার, আওয়ামী লীগ নেতা ইউনুস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা মহিলা লীগের সভাপতি শাহিনুর বেগম সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী ও খাল, এবং জলাশয় পুনঃখনন প্রথম পর্যায়ের শীর্ষক প্রকল্পের আওতায় বগুড়া জেলার উপজেলার কুতুবপুর খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন।
⇘সংবাদদাতা: তাজুল ইসলাম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।