সারিয়াকান্দিতে আগুন: ৯৯৯ কল পেয়ে ফায়ার সার্ভিস হাজির

S M Ashraful Azom
0
সারিয়াকান্দিতে আগুন: ৯৯৯ কল পেয়ে ফায়ার সার্ভিস হাজির
তাজুল ইসলাম
, সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার তাজুরপাড়া এলাকায় একটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

জানা যায়, শুক্রবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সারে ১২টায় তাজুরপাড়া গ্রামের গাজুর মিয়ার মুদি দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে এবং মহুর্তের মধ্যে তা বিস্তার লাভ করে। এসময় এলাকাবাসী নিকটবর্তী পুকুর থেকে বালতি দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় গাজু মিয়ার দোকানের টিভি, ফ্রিজ সহ প্রায় লক্ষাধিক টাকার হয়েছে বলে প্রথমিকভাবে ধারনা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমকর্মী ও সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের অন্যতম সদস্য রাহেনূর ইসলাম স্বাধীন জাতীয় জরুরী সেবা হটলাইন ৯৯৯-এ কল দিলে খবর পেয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ।
⇘সংবাদদাতা: তাজুল ইসলাম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top