
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলার ১২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
২০ ফেব্রুয়ারি বিকালে আটককৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গুঠাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে ভূমি অফিসের সামনে জুয়া খেলার আসর থেকে ১২ জন জুয়াড়িকে আটক করা হয়।
আটককৃতরা হল- গুঠাইল বাজারিপাড়ার মিষ্টার, লিটন, গোপাল আকন্দ, মোন্তাজ শেখ, ওয়ারেছ , খামারিয়াপাড়ার গ্রামের খাজা, কাছিমা মিয়া বাড়ির সাইফুল , তাজেল , গুঠাইল উত্তরপাড়ার দুলাল ও আকন্দ পাড়ার সবুজ।
ইসলামপুর থানার ওসি মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।