
জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে অটোরিকশা চালক বাবর আলী হত্যা মামলায় রায়ে ৪ জনকে যাবতজীবন সশ্রম কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। আদালতের বিচারক মোঃ সাইদুর রহমান খান মঙ্গলবার দুপুরে এই রায় প্রদান করেন। একই মামলার অপর ৫ আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র জানান, ২০১৪ সালের ৭ জুলাই রাতে জামালপুর পৌরসভার হাটচন্দ্রা এলাকার আব্দুল হালিমের পুত্র বাবর আলীকে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নেয় আসামীরা। এ ঘটনায় বাবর আলীর পিতা আব্দুল হালিম বাদী হয়ে সদর থানায় ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামীদের উপস্থিতিতে রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, চন্দ্রা গ্রামের আব্দুল মালেক, জরিপ উদ্দীন, মোঃ মিলন ও আল আমীন।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।