
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে কৈশোর বান্ধব সেবা নিশ্চিত করণের উপর ওরিন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ওই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোনিয়া আক্তার অনুষ্ঠান সঞ্চালনা ও উক্ত বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি অংশগ্রহনকারী গণ তাদের মূল্যবান মতামত ও বক্তব্য উপস্থাপন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আলম, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন,অধ্যক্ষ শফিকুর রহমান, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, সাংবাদিক শাহীন আল আমিন, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, সাংবাদিক জিএম সাফিনুর ইসলাম মেজর, সাংবাদিক মুসা আলী, শিক্ষক তাইরুল ইসলাম প্রমুখ ।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা , বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তা , শিক্ষক- বিভিন্ন বিদ্যালয়, মাদরাসার শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।