
রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ প্রতিনিধি: দক্ষিণী হাওয়া জানান দিচ্ছে বসন্ত বার্তা মানে এবার শীতের পালা শেষ, আসছে বসন্ত। তাই ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে পালিত হয়েছে বসন্ত বরণ উৎসব।
এবারো নিজেদের বসন্তের সাজে সাজতে শিক্ষার্থীরা খোপায়-গলায় ও মাথায় পরেছে বিভিন্ন গাদা ফুলের তৈরি মালা ও পড়নে পড়ে নানা রংয়ের বাসন্তী শাড়ী।
আজ ইংরেজি ১৩ ফেব্রুয়ারি এবং বাংলা পহেলা ফালগুনে গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে বসন্ত বরণ উৎসব অনুূূূষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার কলেজ প্রাঙ্গনে নানা আয়োজনের ব্যবস্থা করা হয়। ক্যাম্পাস প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও নতুন পোশাক-পরিচ্ছেদ ও নানা রংঙ্গের বাসন্তী শাড়ী পরিধান করেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
এসময় অনুষ্ঠিত এক আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ আহসান হাবিবের সভাপতিত্বে ও কলেজ ছাত্রী রওজাতুল জান্নাত ইশামুনির সঞ্চালনায় বক্তব্য প্রদান ও সঙ্গীত পরিবেশন করেন অত্র কলেজের শিক্ষকবৃন্দ ও ছাত্রীরা।
⇘সংবাদদাতা: রেজুয়ান খান রিকন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।