ঠাকুরগাঁওয়ে বিজিবি'র গুলিতে নিহতদের লাশ হস্তান্তর

S M Ashraful Azom
0

জেলা প্রশাসনের তদন্ত কমিটি গঠন
জীবন রক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় বিজিবি: সংবাদ সম্মেলনে ৫০ বিজিবির পরিচালক

ঠাকুরগাঁওয়ে বিজিবি'র গুলিতে নিহতদের লাশ হস্তান্তর
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভারতীয় ৫টি গরু জব্দ করার জেরে গত মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র সাথে গ্রামবাসীর সংঘর্ষে ৩জন নিহতের ঘটনায় এখনও কোন মামলা না হলেও পরিবারের কাছে হস্তান্তর হয়েছে নিহতদের লাশ ।

বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশগুলো নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় শোকের কালো ছায়া নেমে আসে বহরমপুর ও রুইয়া গ্রাম দুটিতে । নিহতদের পরিবারের লোকদের কান্নায় ভারি হয়ে ওঠে বাতাস।

গতকাল সকালে জেলা প্রশাসনের পক্ষ হতে নিহতদের পরিবারকে লাশ দাফন কাফনের জন্য ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন জেলা প্রশাসক ডা. কে এম কামরুজ্জামান সেলিম। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকারকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক । ঘটনা তদন্তে গঠিত কমিটিকে দ্রুত প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার আশ্বাসও দেওয়া হয়।

অপরদিকে জব্দকৃত গরু ছিনিয়ে নেওয়ার ঘটনায় চোরাকারবারি ও বিজিবি’র সদস্যদের মাঝে সংঘর্ষের হতাহতের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
BGB's body handed over dead body of Thakurgaon
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বিজিবির লেজার ক্যান্টিনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে: কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, চোরাকারবারিরা পরিকল্পনামূলক ভাবে জব্দকৃত গরু বিজিবির কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এসময় ধারালো দেশীয় অস্ত্র নিয়ে বিজিবির সদস্যদের উপর চোরাকারবারিরা হামলা করলে নিজেদের জীবন রক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় বিজিবি। বিজিবির ছোড়া গুলিতে ৩ চোরাকারবারি নিহত হয় ও ৫ জন বিজিবির সদস্য আহত হয়।
তিনি আরো বলেন, উক্ত ঘটনায় ইন্ধনদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে।

এই ঘটনায় হরিপুর বেতনা সীমান্তের বহরমপুর ও রইয়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিজিবি সদস্যদের বিচার দাবি করেন নিহতদের পরিবার ও এলাকাবাসী।

উল্লেখ্য, মঙ্গলবার বেলা ১১ টায় ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় বিজিবি’র জব্দকৃত গরু ছিনিয়ে নেওয়ার ঘটনায় এলাকাবাসী ও বিজিবি'র সংঘর্ষের সময় গুলিতে ৩ জন নিহত ও ১৫ জন সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়। এসময় ৫ জন বিজিবি’র সদস্য আহত হয়। সংঘর্ষে আহত বিজিবি সদস্যসহ গুলিবিদ্ধ অন্তত ১৫ জন গ্রামবাসীর চিকিৎসা চলছে ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন হাসপাতালে।

 
⇘সংবাদদাতা: হাসান বাপ্পি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top