
জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরে টেকসই উন্নয়ন শীর্ষক একদিনের কর্মশালা ২৮ ফেব্রুয়ারি বেলা ১১টায় শহরের স্টার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এর আয়োজন করে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আহমেদ কবীরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-আলহাজ মির্জা আজম এমপি, আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি, আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফর হোসেন এমপি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নবাগত সচিব ড. জাফর উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম প্রমুখ।
কর্মশালায় জেলার সকল উপজেলা চেয়ারম্যান, ইউএনও, এসিল্যান্ড, প্রকৌশলী, পিআইও, কৃষি অফিসার, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় টেকসই উন্নয়নের স্বার্থে দুর্নীতি-সন্ত্রাস, অনিয়ম রোধ-সুশাসন প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করা হয়।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।