
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বগুড়ার দুটি উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। এ কারণে আগামী ১৮ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে শেরপুর ও আদমদীঘি উপজেলায় শুধুমাত্র ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের দিন ওই দুই উপজেলায় চেয়ারম্যান পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচিতরা হলেন, শেরপুৃর উপজেলায় বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, আদমদীঘিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু।
বগুড়ার জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ জানান, বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বগুড়ার ১২ উপজেলায় মোট প্রার্থীর সংখ্যা ছিলো ১৩৯ জন। এর মধ্যে দুই উপজেলায় চেয়ারম্যান পদে দুজন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে মোট প্রার্থী দাঁড়ায় ১৩৭ জন। এর মধ্যে ১০ উপজেলায় চেয়ারম্যান পদে লড়বেন ৪১ জন। আর ১২ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪৯ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৭ জন শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে থাকছেন। গতকাল তাদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
সূত্র জানায়, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় আদমদীঘি উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম খান রাজুর নির্বাচিত হওয়া শুরুতেই নিশ্চিত হয়ে যায়। শেরপুর উপজেলায় চেয়ারম্যান পদের ৩ প্রার্থী মধ্যে বাছাইয়ে মনোয়নপত্র বাতিল হয় বিএনপি নেতা জানে আলম খোকার। তিনি প্রার্থীতা ফিরে পেতে আপিল করেননি। অন্য দুই প্রার্থীর মধ্যে ন্যাশনাল পিপলস পার্টির আবদুন নূর গত ২৪ ফেব্রুয়ারি তার প্রার্থীতা প্রত্যাহার করেন। ফলে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান মজনু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সোনাতলা উপজেলার দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বিএনপি নেতা জিয়াউল হক লিপনের মনোনয়নপত্র বাছাইয়ের দিনে বাতিল ঘোষণা করা হয়। তিনি আপীল করেও মনোনয়ন ফিরে পাননি। পরে আদালতের রায়ে বৃহম্পতিবার তিনি প্রার্থীতা ফিরে পান।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ মার্চ বগুড়ার ১২ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে জেলার ২৫ লাখ ৪৬ হাজার ২৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।