
জামালপুর প্রতিনিধি: স্টেশন মাস্টারের দায়িত্বের অবহেলার কারনে অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল আন্তঃনগর অগ্নিবীণা ট্রেনটি। আর এতে করে রক্ষা পেল নারী শিশুসহ অসংখ্য যাত্রীর প্রাণ। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ও ট্রেন যাত্রীরা নরুন্দি রেলওয়ে স্টেশনটিতে হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়,তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি গত সোমবার সন্ধ্যা ৬টায় জামালপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। সন্ধ্যা সাতটায় ট্রেনটি নরুন্দি রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় স্টেশন মাস্টারের অনুপস্থিতিতে অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আজাহার ভুলবশত এক নাম্বার লাইনের পরিবর্তে দুই নাম্বার লাইন তৈরী করে রাখেন। দ্রুতগামী ট্রেনটি দুই নাম্বার লাইনে ঢুকে পরলে বিকট শব্দে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার উপক্রম হয়।
এসময় যাত্রীরা আতংকিত হয়ে ট্রেনের ভিতর ছুটাছুটি ও চিৎকার করতে থাকেন। পরে চালক বিষয়টি টের পেয়ে ট্রেনটিকে দ্রুত নিয়ন্ত্রণে এনে থামিয়ে দেন। এসময় উত্তেজিত যাত্রী ও স্থানীয়রা নরুন্দি রেলস্টেশনে স্টেশন মাস্টারের কক্ষে ভাঙচুর চালায়। খবর পেয়ে নুরন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় রেল কর্তৃপক্ষ দায়িত্ব অবহেলার কারনে নুরুন্দি রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল কালাম হাওলাদারকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন।
এব্যাপারে স্টেশন মাস্টার আবুল কালাম হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বরখাস্ত হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন,এই স্টেশনটিতে তিনজন মাস্টার থাকার কথা থাকলেও আমি একাই দায়িত্ব পালন করছি। তিনি বলেন লোকবল না থাকার গত চার দিন ধরে আমি একাই একটানা দায়িত্ব পালন করে আসছি। এ কারনে আমি খুবই ক্লান্ত ছিলাম। আমার শরীর ও মন কোনটাই ভাল ছিলো না। এ জন্যই ভুলক্রমে এ দুঃখজনক ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সুত্রে জানাযায়,ঘটনার দিন রেল কর্মচারী কামরুল ইসলামের দায়িত্ব পালনের কথা থাকলেও তার অনুপস্থিতিতে অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আজাহার দায়িত্ব পালন করছিলেন।
নরুন্দি রেল স্টেশন সংলগ্ন স্থানীয় বাসিন্দা উপেন্দ্র চন্দ্র বলেন,নরুন্দি স্টেশনটি একটি জনবহুল স্টেশন । তাই এখানে কমপক্ষে তিনজন স্টেশন মাস্টার থাকা খুবই জরুরী।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।