
জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে জঙ্গিবাদ নির্মূল, মাদক বিরোধী, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার দুপুরে তিতপল্লা ইউপি পরিষদ হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন নারায়ণপুর তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল লতিফ মিয়া। এছাড়াও বক্তব্য দেন তিতপল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দৌলতুজ্জামান মেম্বার, শিক্ষাবিদ মোঃ আমির উদ্দিন, প্রভাষক ইতিমোদ দৌলা ও মাওলানা সুলতান হোসেন।
বক্তারা পরিবারের সকলের সাথে বন্ধুত্ব সুলভ আচরনের মধ্যদিয়ে তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে জঙ্গীবাদ নির্মূল, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধের কথা বলেন।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।