শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

S M Ashraful Azom
0
শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
রকি চন্দ্র সাহা, চাঁদপুর প্রতিনিধি: শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

২৪ ফেব্রুয়ারি কয়েক জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তি যোদ্ধা মোঃ ফরিদ উল্লাহ চৌধুরী গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এছাড়া চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ নেতা খিজির হায়দার ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ইঞ্জিনিয়ার মকবুল হোসাইন পাটওয়ারি মোঃ বাবুল মিজি, বর্তমান চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক তোফায়েল আহমেদ ইরান, ঢাকা মহানগর উত্তর তাতী লীগের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম মোল্লা, টামটা দক্ষিণ ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা সেলিম খান, সাবেক যুব লীগের সদস্য ইব্রাহীম খলিল,মোঃ মনিরুজ্জামান।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, কামরুন্নাহার ও মোহছেনা আক্তার।
⇘সংবাদদাতা: রকি চন্দ্র সাহা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top