লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ ফরিদুল হক খান দুলালকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলার গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন এবং পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি এ সংবর্ধনা দেয়।
ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজনে বৃহস্পতিবার বিকালে পোড়ারচর আঃ সাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা ও জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল। এ সময় তিনি বর্তমান সরকারের আমলেই ইসলামপুরের অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়াও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আঃ রাজ্জাক সর্দারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিয়াউল হক জিয়া,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য আঃ রাজ্জাক লাল মিয়া,আবু নাছের চার্লেস চৌধুরী চার্লেস,মজিবর রহমান শাহজাহান,যুগ্ম সাধারন সম্পাদক এড.জামান আবদুন নাছের বাবুল,যুগ্ম সম্পাদক ও গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী,উপজেলা পৌর আওয়ামী লীগ সভাপতি নুর ইসলাম নুর,যুবলীগ সাধারন সম্পাদক আক্রামুজ্জামান হিরু,কৃষকলীগ সভাপতি তাছির উদ্দিন প্রমূখ।
অন্যানের মধ্যে ইউনিয়ন পরিষদের সদস্য মোফাজ্জল হোসেন, জামালপুর জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সা.সম্পাদক আসাদুল হক দুলাল,যুব মহিলা লীগ আহবায়ক আঞ্জুমান আরা,যুগ্ম আহবায়ক আবিদা সুলতানা যুথিঁ,গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ।
এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান,সাবেক ছাত্রলীগ সা. সম্পাদক ফারুক ইকবাল হিরু,যুবলীগ যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান লাজু,সাংগঠনিক সম্পাদক আল আমিনসহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।