
আশরাফুল ইসলাম রনি, তাড়াশ প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন। এ জন্য চারিদিকে প্রার্থীদের প্রচারণাতে সরগরম হয়ে পড়েছে পাড়া-মহল্লা। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চুরান্ত করতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আ’লীগ নিজেদের দলীয় প্রার্থী চুরান্ত করতে দলের র্শীষ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক দলের তৃণমুলের ভোটের মাধ্যমে প্রার্থী চুরান্ত করেছেন।
মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে উপজেলা কার্যালয়ে এ ভোট গ্রহন শুরু হয়ে রাত সাড়ে নয়টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে উপজেলার আট ইউনিয়নের আ’লীগের ২১৫জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে প্রার্থী নির্বাচিত করেছেন।
এতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, ভাইস-চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ’লীগের নেত্রী প্রভাষক মর্জিনা খাতুনকে ভোটের মাধ্যমে মনোনীত করেছেন।
দলীয় সুত্রে জানাযায়, উপজেলা নির্বাচনকে ঘিরে দলের চেয়ারম্যান পদে ৮জন, ভাইস-চেয়ারম্যান পদে ৭জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩জন দলীয় মনোনয়ন চান। আর কাকে বাদ রেখে কাকে মনোনয়ন দেবে এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে রয়েছে জটিলতা। তাই তাড়াশ উপজেলা আ’লীগের নেতৃবৃন্দরা ভোটের আগে ভোটের আয়োজন করেছেন।
মঙ্গলবার তাড়াশ উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে ৮টি ইউনিয়নের আ’লীগের প্রার্থীতা নির্বাচনে জয়ী হয়েছেন তাদেরকেই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় টিকিট দেয়া হবে। এ জন্যই সবার মূখে মূখে ভোটের আগেই ভোট।
⇘সংবাদদাতা: আশরাফুল ইসলাম রনি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।