
আশরাফুল ইসলাম রনি, তাড়াশ প্রতিনিধি: আসন্ন তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূলের ভোটে উপজেলা ভাইস-চেয়ারম্যান পদের জন্য উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান একক দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় তিনি বৃহস্পতিবার দুপুরে তাড়াশ প্রেসক্লাব হলরুমে সভাপতি সনাতন দাসের সভাপতিত্বে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন।
উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান বলেন, তিনি ১৯৮৬ সালে ছাত্রলীগের মধ্য দিয়ে রাজনীতি শুরু করা আনোয়ার হোসেন খান পরবর্তীতে ২০০৪ সাল থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর ২০১৩ সালে দলীয় কাউন্সিলের মাধ্যমে উপজেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হন। বর্তমানে তিনি ওই পদেই দায়িত্ব পালন করছেন।
এর আগে গত বুধবার রাতে দলীয় কার্যালয়ে তৃণমুলের দলীয় ভোট অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফ বিশ্বাস এবং সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ডা. আবদুল আজিজ। উপজেলার ৮টি ইউনিয়নের আওয়ামী লীগ তৃণমূলের ২১২ জন ভোটার উপজেলা ভাইসচেয়ারম্যান প্রার্থী মনোনয়নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সর্বোচ্চ ৬৯ ভোট পেয়ে আনোয়ার হোসেন খান দলীয় ভাইসচেয়ারম্যান হিসেবে মনোনীত হন।
⇘সংবাদদাতা: আশরাফুল ইসলাম রনি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।