
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১লা মার্চ সকাল দশটায় স্থানীয় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ রেলী বের হয়।
উপজেলা নির্বাচন অফিসের গেইট থেকে রেলীটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। রেলীটির নেতৃত্ব দেন স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলাল ও উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান বিপুল।
এতে অংশ নেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের লোকজন।
পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামান হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল গক খান দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুস সামাদ, শফিকুর রহমান শিবলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কলামিস্ট এম. কে. দোলন বিশ্বাস, উপজেলা মমাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মমোস্তফা, অধ্যক্ষ আব্দুল খালেক আকন্দ, ইসলামপুর থানার তদন্ত ওসি আনছার উদ্দিন প্রমূখ।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।