
জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের দেওয়ানগঞ্জে কয়েকজন অজ্ঞাত বখাটে যুবকদের ব্লেডের আচরে বিথী আক্তার নামে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর ক্ষতবিক্ষত করা হয়েছে। শনিবার সকাল আনুমানিক নয়টায় স্কুলে যাওয়ার পথে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ মোড়ে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের হলকারচর গ্রামের বাদশা মিয়ার স্কুল পড়–য়া কন্যা দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বিথী আক্তার (১৫) অটোবাইকে করে স্কুলে যাচ্ছিল।
অটোবাইকটি চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ মোড়ে পৌছঁলে অজ্ঞাত কয়েক জন বখাটে যুবক বাইকের গতি রোধ করে। তারা বিথীকে টেনে হিচরে নামিয়ে তার শরিরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে আচরে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তাফা ও অফিসার ইনচার্জ একেএম আমিনুল হক আহত ছাত্রীকে হাসপাতালে দেখতে যান। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম আমিনুল হকের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। ছাত্রীর অবিভাবকদের অভিযোগ দিতে বলেছি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
Oh...so sad😥😥
উত্তরমুছুন