
সেবা ডেস্ক: বাংলাদেশের কৃষকদের জন্য ব্যাংক ঋণে সুদের হার কমিয়ে আনার আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় এক অনুষ্ঠানে তিনি এ আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের কৃষকদের জীবন মান উন্নয়নে ব্যাংকের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তিনি কৃষকদের ঋণে সুদের হার ৭ থেকে ৮ % নামিয়ে আনার কথা বলেন। এ ব্যাপারে সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস প্রদান করেন মন্ত্রী।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব হারুনার রশিদ হিরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব বদিউল আলম মঞ্জু ও অন্যান্য অতিথিবৃন্দ।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।