
সেবা নিউজ ডেস্ক: আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে কমলাপুর রেলস্টেশনে ব্রিফিং করেন বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এর আগে তিনি কমলাপুর রেলস্টেশনের পরিচ্ছন্নতাসহ সার্বিক বিষয় পরিদর্শন করেন।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, চলতি মাসেই রেলওয়ে অ্যাপস চালু হতে যাচ্ছে। এর ফলে রেলের যাত্রী সেবায় আমূল পরিবর্তন আসবে। তখন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে না। অনলাইনের মাধ্যমে ঘরে বসেই অ্যাপস ব্যবহার করে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি নিয়ে টিকিট সংগ্রহ করতে হবে না। বর্তমান সরকার রেলের সেবা বাড়াতে কাজ করছে।
তিনি বলেন, পহেলা বৈশাখে ঢাকা-রাজশাহীর রুটে বিরতিহীন ট্রেন চালুর উদ্যোগ নিয়েছি। ইন্দোনেশিয়া থেকে কোচ আনা হয়েছে। এ ট্রেনটি বিরতিহীন হওয়ায় অন্য কোনো স্টেশনে দাঁড়াবে না। ফলে খুব অল্প সময়ের মধ্যে রাজশাহী থেকে ঢাকা এবং ঢাকা থেকে রাজশাহী যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
মন্ত্রী জানান, ঈদের সময় টিকিট সংগ্রহে নানা ভোগান্তি পোহাতে হয়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হয়। অ্যাপস চালুর ফলে এবার সচেতন যাত্রীরা ঘরে বসেই অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন। এছাড়া রাজধানীর বিভিন্ন পয়েন্টে রেলের টিকিট বিক্রির উদ্যোগ নেয়া হচ্ছে। আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে জনগণ রেলের সর্বোচ্চ সেবা পাবেন।
এ সময় রেলওয়ে মহাপরিচালক, রেল মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং কমলাপুর স্টেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।