
সেবা ডেস্ক: সাবেক মন্ত্রী ও জাপা’র প্রেসিডিয়াম সদস্য গোলাম মুহম্মদ কাদেরকে দলের কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর প্রেসিডেন্ট পার্কের বাসভবনে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীরা দেখা করতে গেলে দলের চেয়ারম্যান জিএম কাদেরের পূনর্বহাল পত্রে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম ইয়াসির।
এরশাদ স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশে এ পুনর্বহালের কথা জানান। পার্টির গঠনতন্ত্রের ২০/১- ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সাংগঠনিক নির্দেশে উল্লেখ করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ।
ভেতরে এরশাদ যখন পুনর্বহালপত্রে স্বাক্ষর করছিলেন তখন প্রেসিডেন্ট পার্কের বাইরে উত্তরবঙ্গ ও বিভিন্ন জেলার তৃণমূলের নেতাকর্মীরা অবস্থান নেন। তারা এরশাদ ও জিএম কাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরবর্তী চেয়ারম্যান হিসেবেও জিএম কাদেরের নাম ঘোষণা চান তৃণমূল নেতাকর্মীরা।
তেরো দিনের মাথায় নিজের সিদ্ধান্ত থেকে সরে আসলেন হুসেইন মুহম্মদ এরশাদ। যে ছোটো ভাইকে ব্যর্থ উল্লেখ করে কো-চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়েছিলেন, তাকেই আবার স্বপদে বহাল করলেন।
গত ২২ জানুয়ারি তাকে কো-চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেন এরশাদ। কেউ কেউ মনে করেন, উত্তরের নেতাদের গণপদত্যাগের হুমকিতে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। রংপুর বিভাগের নেতারা কাদেরকে পুনর্বহালের দাবিতে আল্টিমেটাম দেন ৫ এপ্রিল পর্যন্ত।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।