‘আমি গলফার নই; তবু খেলাটা আমার ভীষণ পছন্দের’: গর্ডন গ্রিনিজ

S M Ashraful Azom
0
‘আমি গলফার নই; তবু খেলাটা আমার ভীষণ পছন্দের’ গর্ডন গ্রিনিজ
সেবা ডেস্ক: সব সময়ের মতো এবারো বাংলাদেশে আসতে পেরে আমি বেশ খুশি। এটা আমার জন্য ঘরের মতোই। গত দুই বছরের মধ্যেই দুই বার বাংলাদেশে এসেছি। রুমির আমন্ত্রণে এবার এসেছি। এবারের আগমন কিছুটা ভিন্ন কারণে। গতবার বাংলাদেশের ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে এসেছিলাম তারা সম্মান জানিয়েছিল। এবার গলফের কারণে আসা। এটা ভিন্ন একটা খেলা। আমি এই খেলাটা ভীষণ পছন্দ করি। খেলার চেষ্টা করি। আমি আবারো বলছি খেলার চেষ্টা করি। আমি গলফার নই; তবু খেলাটা আমার ভীষণ পছন্দের। সাংবাদিকদের সামনে এমনটাই বলছিলেন ক্রিকেটের জীবন্ত কিংবদন্তো গর্ডন গ্রিনিজ।

কুর্মিটোলা গলফ ক্লাবে প্রথমবারের মত বঙ্গবন্ধুর নামে শুরু হয়েছে  চার দিন ব্যাপী আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন-২০১৯’। আর এ টুর্নামেন্টের অ্যাম্বাসেডর হিসেবে এসেছেন।

তিনি বলেন, আমি এখন গলফের প্রোমটের জন্য এসেছি। আমি এই টুর্নামেন্টের অ্যাম্বাসেডর। বাংলাদেশ এশিয়ান পর্যায়ের সেরা টুর্নামেন্ট আয়োজন করছে। এখানকার কোর্সটা দেখতেও চমৎকার। তিনি যোগ করেন আশাকরি বাকি দুটি দিনি গলফে দারুণ সময় কাটবে। এই টুর্নামেন্টের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের পরিচিতি বাড়বে। গলফ বিশ্বময় খেলা হয়। খুবই ধৈয্যের, বুদ্ধির খেলা।

স্পন্সর ন্যাশনাল ব্যাংকের কারণে এমন একটা সুন্দর টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছে। ন্যাশনাল ব্যাংক টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক। আতিথেয়তার জন্য স্পন্সর প্রতিষ্ঠানকে অনেক ধন্যবাদ। আমি মনে করি শুধু এক বছরের জন্য না, তারা আরো অনেক বছর গলফের সঙ্গে থাকবে। ন্যাশনাল ব্যাংকের কারণে বাংলাদেশে চমৎকার একটি টুর্নামেন্ট হচ্ছে।

বাকি দুইনিও দারুণ ভাবে টুর্নামেন্ট চলবে। আমি টুর্নামেন্টের সাফল্য কামনা করি। জাতির পিতার নামে টুর্নামেন্ট। অবশ্যই এটি দারুণ কিছু। রিক এবং রন হকের নাম বলতেই হয়, তারাই মূলত এই টুর্নামেন্ট আয়োজনে সর্বাত্মক ভূমিকা রেখেছেন।  শুধু ন্যাশনাল ব্যাংকের বড় দুই কর্তাই নন, এর প্রতিটি সদস্যের জন্যই এটি আয়োজন সম্ভব হয়েছে। আশাকরি ভবিষ্যতে যে কোনো টুর্নামেন্টে তারা অগ্রণী ভূমিকাতেই থাকবে।

এখানকার কোর্সটা অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক বেশি টাইট। এ জন্য কিছুটা চিন্তিত। বিশেষ করে ফেয়ারওয়ে। ক্যারিবীয় ফেয়ারওয়েজগুলো বেশি প্রশস্ত। আরো কিছু কাজ এখানে করা উচিত। যাতে বল সহজেই নিশানা মতো পড়তে পারে। যারা অংশ নিচ্ছেন সবার জন্য শুভ কামনা আগামী দিনগুলোতেও তারা ভালো খেলুক।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন,  ‘গত পাঁচ বছর ধরে সাফল্যের সঙ্গে এই টুর্নামেন্ট হয়ে আসছে। আশা করব আপনারা আপনাদের লেখনী, ছবির মাধ্যমে প্রত্যেককে ভালোভাবে তুলে ধরবেন’। আবারো গলফ ক্লাবকে আতিথেয়তার জন্য ধন্যবাদ।
আমার এখানে থাকার খুবই ইচ্ছা করছে। কিন্তু এটা তো থাকার জায়গা না, গলফ কোর্স। ভবিষ্যতে যদি এখানে সেলিব্রেটি গেইম হয়, তাহলে অবশ্যই তাতে অংশ নেব।

ফেয়ারওয়েজ খুবই টাইট হওয়ায় শটে ঝামেলা হয়। দূরত্ব ঠিকঠাক অনুমানেও কিছুটা সমস্যা হয়। দ্বিতীয় শটে বেশি ঝামেলায় পড়তে হয়। ক্যারিবীয়ন (বার্বাডোজ, স্যান্ডারল্যান্ড) অনেক কোর্সেই আমি খেলেছি। সেখানই ফেয়ারওয়েজ অনেক ওয়াইড।

এটা খুবই ভালো একটা খেলা। আমি খুবই দুঃখের সঙ্গে বলছি যে ক্যারিয়ারের শুরুতে কেন আমি গলফ খেললাম না। এটা আমার ধারাহিকতায় ধরে রাখতে সহায়তা করত। এটা ব্যক্তিগত পারফরম্যান্স ভিত্তিক খেলা। ক্রিকেট তেমন নয়। পার্টনাররে পারফরম্যান্সও ওই সব খেলাতে গণনায় থাকে। এটা ভিন্ন একটি খেলা’।


⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top